নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বেসিক ব্যাংক বঙ্গমাতা পরিষদ।
আজ শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক ও বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, হাসান তানভীর, মোঃ মমিনুল হক, মোহাম্মদ ইসমাইল, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, বঙ্গমাতা পরিষদের সভাপতি মেহেবুব মোর্শেদ রুমন, সাধারণ সম্পাদক কাজী নয়ন মনি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।