নবধারা প্রতিনিধি :
গোপালগঞ্জে প্রথমবারের মতো নির্মিত হয়েছে ফুট ওভার ব্রীজ। গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর,এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু ইন্সটিটিউট ও প্রশিক্ষন প্রতিষ্ঠানের মধ্যবর্তী এলাকায় এ ফুট ওভার ব্রীজটি নির্মান করা হয়েছে। তবে যথাযথ স্থানে এটি নির্মান না করায় সাধারন মানুষ এটি সুবিধা বঞ্চিত হবেন বলে মত রয়েছে।
গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন বলেন ,ব্যস্ততম এলাকায় জন চলাচল নিরাপদ করার জন্যই ঢাকা-খুলনা মহাসড়কের উপর ফুট ওভারব্রীজটি নির্মান করা হয়েছে। এতে সার্বিক ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা। ওভার ব্রীজটির নিচে স্বাচ্ছ্যন্দপূর্ণ ফুটপাত নির্মান করা হবে।
অত্র এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে চিকিৎসা,কাজ বা বিভিন্ন প্রয়োজনে। সেকারনে প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ফুট ওভার ব্রীজটি নির্মান করা হয়।
গোবরা গ্রামের রনি মোল্লা বলেন, যথাযথ স্থানে এটি নির্মান না করায় সাধারন মানুেষ এটার সুবিধা হতে বঞ্চিত হবে।