নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, প্রধান প্রকৌশলীসহ ১১০ দপ্তর প্রধান শ্রদ্ধা জানিয়েছেন।
আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে প্রকৌশলীগণ শ্রদ্ধা জানান।
পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সবুর, মেট্রোরেল বিভাগের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা, তত্ত্বাবধায় প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখসহ সড়ক বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সচিব মোঃ নজরুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
নবধারা/এমএইচ০০৭