নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের চরপাথালিয়া নামক স্থানে দোলা ফিলিং স্টেশনের সামনে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে বসা একটি মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রহস্যজনক ভাবে বাইক চালক যুবককে পাওয়া যায় নাই।
নিহত স্কুল ছাত্রী আফসা খানম (১৪) টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামের খায়ের শেখের মেয়ে সে বাঁশবাড়িয়া হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। নিহত হাফসা খানম গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকায় বোনের বাসায় থাকতো।
জানা যায়, ঢাকাগামী একটি বাস একই দিকে যাওয়া মোটরসাইকেল কে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী আফছা গুরুতর আহত হয়। এ সময় বাইক চালককে পাওয়া যায় নাই। স্থানীয়রা যুবককে তার প্রেমিক বলে কেউ কেউ ধারনা করেছেন। পুলিশ এবং স্থানীয়দের সহযোগীতায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ইয়াসিন জানান, রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কের এই স্থানটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। এই এক সপ্তাহে জায়গাটিতে চারটি দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সুনজরে নেওয়া উচিত।
দুর্ঘটনার পরে স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ও ইটপাটকেল ফেলে অবরোধ করে। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গোপালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবধারা/এমএইচ০০৭/বিএস