শরিফুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় শিশু সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে বটমূলে নড়াইল চাইল্ড ফোরামের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
নির্বাহী পরিচালক অধ্যাপক বেলাল সানির সভাপতিত্বে ও শিক্ষক রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুজ্জামান খান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রাথমিক স্তরের ২৭ জন ও মাধ্যমিক স্তরের ২৭ জন সর্বমোট ৫৪ জন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।