মোল্লাহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ওয়াপদার জমি নিয়ে বিরোধে আপন দুই সহদরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ পাওয়া গেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। উপজেলার গাংনী কবরস্থানের কাছে ৩১ মার্চ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাফুজ শেখ (৩২) ও সাবু শেখ (২৪) স্থানীয় লুৎফর শেখের দুই পুত্র।
আহতের মা শিরিনা বেগম নবধারাকে জানান, বাড়ি সংলগ্ন ওয়াপদার জমি হতে মাটি কেটে ঘরের পোতায় দিচ্ছিলো তার দুই ছেলে। এসময় তার ভাসুর ছালাম শেখের ছেলে লিপন ও আসাদুলসহ কয়েকজনে রাম দা নিয়ে হামলা চালায় তার দুই ছেলের ওপর। এ ঘটনায় তার ছেলেরা গুরুতর আহত হলে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তার দুই ছেলেকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। তিনি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। তার ছেলেদেরকে নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকার কারনে থানায় অভিযোগ করতে পারে নাই বলেও তিনি উল্লেখ করেন।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী মোঃ গোলাম কবীর নবধারা কে বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবধারা/এমএইচ০০৭