বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
অতি সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সম্ভাব্য দ্বিতীয় ধাপ মোকাবেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার নির্দেশনায় বিনামূল্যে ১০ মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন।
আজ সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে টুঙ্গিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিহীন জনসাধারণকে মাস্ক পরিধান ও সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম, উপজেলা সমাজসেবা অফিসার মানব রঞ্জন বাছাড় স্কাউট সদস্যদের সাথে নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ড, বাজার ও হাসপাতাল মোড়ে থাকা সাধারণ মানুষ ও বিভিন্ন দোকানে মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করে মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।
নবধারা/বিএস