মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। খরিপ-১/২০২০-২১ মৌশুমে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ে এই বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান ।
উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ নবধারা কে জানান, উপজেলার ১৫’শ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজী আউশ ধানের বীজ, ২০ কেজী ডিএবি সার, ১০ কেজী এম এ বি সার বিতরণ করা হয়েছে।