নবধারা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ২১ এপ্রিল সকালে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মোল্লাবাড়ী প্রাঙ্গনে এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পাটগাতি ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, পাটগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান পান্নাসহ অনেকে উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল কায়েসের উদ্যোগে দুই হাজার মাস্ক ও ৫’শ হ্যান্ড স্যানিটাইজার সাধারন মানুষের মাঝে বিতরন করা হয়।
উল্লেখ্য বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল কায়েস পুলিশের আইজিপি বেনজির আহম্মেদের সহদোর।