Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে করোনায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পুষ্টিকর খাবার প্যাকেট বিতরণ

MEHADI HASAN
এপ্রিল ২৭, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আশ্রয়ন প্রকল্পের করোনায় কর্মহীন পরিবার গুলোর মাঝে পুষ্টিকর খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার চরদারিয়ালা আশ্রয়ন প্রকল্প চত্তরে ইউরোপীয়ান ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়াল্ডওয়াইড এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণ মূলক সমন্বিত প্রকল্প’ (ক্রেইন) এর আওতায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৮০টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পুষ্টিকর খাবার প্যাকেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পুষ্টিকর খাবার প্যাকেট বিতরণের উদ্বোধন করেণ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস ও গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার উজির আলী, এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দিলীপ বিশ্বাস, জেজেএস- ক্রেইন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নবো কুমার সাহা, রুপান্তরের মোল্লাহাট প্রতিনিধি আব্দুল করিম, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রমূখ। পুষ্টিকর খাবার প্যাকেটের মধ্যে রয়েছে চাল, তেল, ডাল, পেয়াজ, লবন, আলু, সুজি, চিনি,খেজুর ইত্যাদি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।