শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় কবুতর উড়িয়ে ৩দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করেন বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস,এম, ছায়েদুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতানের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জয় মন্ডল, উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস,উপজেলা জামায়াতের আমীর মাও: কাজী মনিরুজ্জামান,উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিকদার আঃ আলী,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মোঃ শোয়ায়েব হোসেন গাজী, বিশিষ্ট শিল্পপতি রবিউল আলম ফকির, উপজেলা শ্রমীক দলের আহবায়ক নেয়ামত আলী খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাফর হোসেন শিকদার, সাধারন সম্পাদক মুফতি মেহেমুদ মিলন,বড়বাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আঃ রাজ্জাক,সেক্রেটারী রুহুল আমিন, ইউপি সদস্য আরিফ মোল্লা, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি হেদায়েতুল ইসলাম, বিএনপি নেতা স্বাধীন ফকির, নাসির শেখ, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি দবীর খান, সাধারন সম্পাদক কেরামত মোল্লা,৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মিরাজ শেখ, সাধারন সম্পাদক মেহেদী হাসান মোল্লা প্রমুখ।