শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারতে চিতলমারী সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রæয়ারি মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার খাঁনের সভাপত্বিতে দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম, ডাঃ মো. আল-আমীন, ডাঃ সুমন তালুকদার, ডাঃ মুক্তি বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলহাজ্জ্ব হাফিজুর রহমান, চিতলমারী দাখিল মাদ্রাসার সুপার মো. ইদ্রিসুর রহমান, উপজেলা যুব দলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল সরদার, প্রাক্তন শিক্ষক অখিল চন্দ্র রানা, অসীম কুমার সাহা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাফিজুর রহমান।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ডিসপ্লে ও খেলাধূলা, সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করে। এ অনুষ্ঠানে প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।