নিজস্ব প্রতিবেদক, নবধারা
গাজার নিরীহ মানুষের ওপর ইসরাইলের বর্বর হামলা যেন শেষ হচ্ছে না। তারই প্রতিবাদে ঘৃণা প্রকাশ করতে এবার টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সড়ক, স্কুল কলেজ ও মাদ্রাসার সামনের রাস্তায় ইসরাইলি পতাকা অঙ্কন করেছে ইসলামী ছাত্রশিবির টুঙ্গিপাড়া উপজেলা শাখা।
ছবি: আকাশ তাফালী, টুঙ্গিপাড়া কলেজের সামনে।
সরে জমিনে দেখা যায়,সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের মেইন গেটের সামনে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এ পতাকা অঙ্কন করে।
ইসলামী ছাত্রশিবির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি সাঈদ খান জানান, আমরা গ্লোবাল স্ট্রাইক সমর্থনে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলিদের বর্বর হামলা প্রতিবাদস্বরূপ এই পতাকা উপজেলা ব্যাপী গুরুত্বপূর্ণ সড়কে অংকন করেছি। আর ইসরায়েলের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা হিসেবে আমরা এই উদ্যোগটি গ্রহণ করি। আর আশা করি, সকলে স্বতঃস্ফূর্তভাবে সকল ধরনের ইসরায়েলবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করবে। আর তারই ধারাবাহিকতায় এই কার্যক্রম সম্পন্ন করি।
তিনি আরও জানান, ছবিটা অঙ্কনের আরেকটি উদ্দেশ্য হলো ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যে অবস্থান তা তাদের পতাকা পায়ের নিচে প্রতিদিন প্রত্যেক শিক্ষার্থীর ধারা পদদলিত হবে। যার মাধ্যমে ইসরায়েলের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করছি।
পতাকা অংকন কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির টুঙ্গিপাড়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক মো.আব্দুল কাদের শেখ,অফিস সম্পাদক মো.আবু বকর, টুঙ্গিপাড়া উপজেলা শাখার জামায়াতের ইসলামীর প্রচার সম্পাদক আবদুল্লাহ,আব্দুল কাদের খান প্রমুখ উপস্থিত ছিলেন।