স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলামরীতে বাংলাদেশ ক্ষেতমজুর সমতি উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র-অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ৩ টায় উপজেলার হিজলা ইউনিয়নের পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৃন্ময় মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক আলী তারেক, জেলা কমিতির সদস্য কাজী কদর, উপজেলা ঐক্য ন্যাপের সভাপতি মনিন্দ্রনাথ বোস, উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য নিহারিকা বোস প্রমুখ।