নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেছে মানবিক বাংলাদেশ। গতকাল শনিবার বেলা ৩ টার দিকে জাতির জনক বঙ্গবন্ধুর সমাধী সৌধের ১ নং গেটে মানবিক বাংলাদেশের চেয়ারম্যান আদম তমিজি হকের উপস্থিতিতে ৫০০ শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এ সময় মানবিক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ জাহিদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হৃদয়, টুঙ্গিপাড়া শাখার সভাপতি শেখ পলিন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।