শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়ন পরিষদ-২০২১ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী, ১৯৯১ এবং ১৯৯৬ সালের রাজপথের আন্দোলনের লড়াকু সৈনিক ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ আহাদুজ্জামান আহাদ। তিনি ইতনা ইউনিয়নের ১৫ টি শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু স¤প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন ।
বৃহস্পতিবার ১৪( অক্টোবর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দুই শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও উৎসুক জনতাকে নিয়ে ইউনিয়নের বিভিন্ন পুুঁজা মন্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন,দক্ষিন-কুমারডাঙ্গা হাটকোলা মন্দির কমিটির সভাপতি বাবু বিশ্বাস,চর-দৌলতপুর মালোপাড়া দূর্গা মন্দির কমিটির সভাপতি,অলোক বিশ্বাস,দক্ষিণ লংকারচর-পাংখারচর দূর্গা মন্দির কমিটির সভাপতি ও ইতনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার, দৌলতপুর পশ্চিম পাড়া তরুণ সংঘ দূর্গা মন্দির কমিটির সভাপতি পারিজাত সাহা, ইতনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল রহমান দিপু,ইতনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামাল থানদার,ইতনা ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজু সরদার, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিজুর রহরমানরোমান,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নড়াইল জেলার সহ-সভাপতিা সবুজ ফকির প্রমখ। ইতনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণার দিক দিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্য শেখ আহাদুজ্জামান আহাদ সাধারণ ভোটাদের কাছে খুব জনপ্রিয়তায় রয়েছেন। সে সাধারণ মানুষের আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করে চান এবং অসহায় মানুষের বাড়িতে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা গরীব- ধনীর তারতম্য খুব কাছ থেকে উপলব্ধি করেন এবং তাদের পাশে থাকেন। তিনি বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব,বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের কাজ করেন।