শরিফুল ইসলাম, নড়াইলঃ
কালিয়ায় পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ওহিদুজ্জামান হীরার বিপক্ষে কাজ করায় দলীয় নির্দেশনা অমান্য করার অভিযোগে আওয়ামী লীগের ৭ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে। গত সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েেেছ।
বহিষ্কৃতরা হলো, কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান, কালিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশ্বনাথ স্বর্ণকার, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস চন্দনা হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রিন্স, হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী গোলাম মোহাম্মদ, সালামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল আওয়াল ও ইলিয়াসাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী। বহিষ্কৃত নেতৃবৃন্দ কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ওহদিুজ্জামান হীরার বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মুশফিকুর রহমান লিটনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর অনুচ্ছেদ মোতাবেক তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।