সবিতা রায়, বিশেষ প্রতিনিধিঃ
এক অদম্য সাহসী নারী সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা, যিনি বাংলাদেশে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন তার শরীরে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রুনু সিস্টারকে জিজ্ঞাসা করেছিলেন, “তোমার কি ভয় করছে?” হাসতে হাসতে মেয়েটি উত্তর দিলো, “না না আমার ভয় করছে না।”
আজ বুধবার এই কথোপকথন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশে প্রথম করোনাভাইরাসের টিকা গ্রহণকারী নার্স রুনু ভেরোনিকা কস্তার মধ্যে। অবশ্য এরপর উদ্বোধনী অনুষ্ঠানে টিকা গ্রহণকারী অন্য চারজনের সঙ্গেও প্রধানমন্ত্রীর এমন কথোপকথন হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রুনুকে টিকা দেওয়ার মাধ্যমে উদ্বোধন হয়েছে বাংলাদেশের করোনার টিকাদান কর্মসূচি। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন। রুনুর পর যে চারজন টিকা নিয়েছেন তাঁদের মধ্যে একজন পুলিশ ও একজন সেনাসদস্য রয়েছেন।
আমাদের সোনার বাংলার সাহসী সোনার কন্যা রুনুকে নবধারা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
নবধারা/বিএস