জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী পৌরসভার চরগণেশ ৮নং ওযার্ড জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) বিকালে ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী – ৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী ডা. ফখররদ্দিন মানিকের দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে এ ভোটার সমাবেশ করা হয়।
ওয়ার্ড জামায়াতের আমির প্রিন্সিপাল মো.নূরনবীর সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড জামায়াতের আমির আবু আহমেদের পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের এমপি প্রার্থী ডা. ফখররদ্দিন মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাও. মো. মোস্তফা, পৌরসভা জামায়াতের আমির মাওলানা কালিম উল্লাহ, সেক্রেটারি মহসিন ভূঞা ও সহকারি সেক্রেটারি আবদুল মান্নান কাউন্সিলর।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনাগাজী ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডা. মো. নুর উল্লাহ, জামায়াত নেতা প্রফেসর ওবায়দুল হক ও আন্টু মিয়া সহ বিপুল সংখ্যক নারীকর্মী ও পুরুষ কর্মীবৃন্দ।

