ফেনী প্রতিনিধি
জুলাই সনদের ভিত্তিতে গণভোট আয়োজন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার পরিবেশ নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচারসহ মোট পাঁচ দফা দাবিতে শুক্রবার(১৪ নভেম্বর) বিকেলে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা। চলমান যুগপৎ আন্দোলনের পঞ্চম দফায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী জহিরিয়া মসজিদের সামনে এই পাঁচ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা মীর আহমেদ মিরু, জেলা জয়েন্ট সেক্রেটারি কে এম বেলাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ফরহাদ, জেলা দায়িত্বশীল জনাব আব্দুল মান্নান, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হালিম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী এবং জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আলী আহমদ ফোরকানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জহিরিয়া মসজিদ প্রাঙ্গন থেকে পাঁচ দফা দাবিতে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি বড় মসজিদ চত্বরে মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে লাগাতার কঠোর আন্দোলনে রাজপথে নেমে আসার।

