রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার সাবেক বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকারকে খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক।
একই দিনে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা মোঃ মাসুদুল হাসানকে ৩০ নভেম্বর থেকে অবসর প্রদান করে আলাদা আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোঃ ফিরোজ সরকারের পেশাগত জীবন শুধু দায়িত্বশীলতা নয়, বরং ধারাবাহিক অর্জনেরও এক উজ্জ্বল উদাহরণ। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া (পশ্চিম) ইউনিয়নের এই কৃতী সন্তান ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন।
১৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে চাকরিরত অবস্থায় একই বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। উন্নত শিক্ষা অর্জনের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে তিনি এমএস (মাস্টার্স অব সাইন্স) ডিগ্রি লাভ করেন।
এর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর মোঃ ফিরোজ সরকারকে খুলনা বিভাগীয় কমিশনার এবং একই সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। পরবর্তীতে তাকে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয় মন্ত্রণালয়ে।
দীর্ঘ অভিজ্ঞতা, শিক্ষাগত উৎকর্ষ এবং সুনামের ভিত্তিতে দেশের খাদ্য ব্যবস্থাপনা ব্যবস্থায় নতুন দিগন্ত তৈরিতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন প্রশাসন সংশ্লিষ্টরা।

