মোঃ আসাদুজ্জামান আসাদ,স্বরূপকাঠি হতেঃ
স্বরূপকাঠিতে উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদ বেদিতে জানানো হয়নি শ্রদ্বার্ঘ্য। দেয়া হয়নি কোনো ফুল, এমনকি উপস্থিত ছিলেন না উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক। পুরুষ ভাইস চেয়ারম্যান রনী দত্ত জয় ঢাকায় অবস্থান করলেও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহান। তবে উপজেলা পরিষদের পক্ষে ভাষা শহীদদের প্রতি জানানো হয়নি শ্রদ্ধা।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক সকাল পৌনে ৯টায় বলেন, “আমি সন্ধা নদীর পশ্চিম পাড়ে অবস্থান করায় উপজেলা শহীদ বেদিতে আসতে পারি নাই। তবে কেন শ্রদ্ধার্ঘ্য জানানো হয়নি তা পরে জানাতে পারবো।”
সারাদিন কেটে গেলেও পরিষদের পক্ষে কেহই শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য না জানানোর ব্যাপারে ভাইস চেয়ারম্যান নারগিস বলেন, “উপজেলা পরিষদের সদস্য সচিব ইউএনও তিনি মাননীয় মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিমের পক্ষে প্রথমে শ্রদ্ধা জানান। পর পরই উপজেলা পরিষদের পক্ষে ইউএনওকে নিয়ে আমাদের উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা জানানোর কথা থাকলেও ইউ এন ও সাহেব তার কর্মকর্তাদের নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষে বেদিতে শ্রদ্ধা জানান।আমি এর প্রতিবাদ জানালেও কেহ কর্ণপাত করেন নি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসেন মুঠো ফোনে নবধারা কে বলেন, ” চেয়ারম্যান সাহেব পরিষদের পক্ষে সকালে ফুল দেবেন বলে জানিয়েছেন। তবে পুস্পার্ঘ্য অর্পন করেছেন কিনা সেটা আমার জানা নেই।”
নবধারা/এমএইচ ০০৭/বিএস