নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন যোগদানকৃত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম – সেবা ।
আজ সোমবার বিকেলে তিনি জেলায় এসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর আবদুল্লাহ আল মামুন, মুকসুদপুর সার্কেল আনোয়ার হোসেন, টুঙ্গিপাড়া থানার নির্বাহী অফিসার মোঃ হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম,টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম,ওসি ডিবি মাসুদ রায়হান, সদর থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ওসি অপারেশন মোহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।