Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিদাসিয়া গ্রামে কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে কালিদাসিয়া গ্রামে ছোরাব হোসেন নামে এক চাষির রোপণ করা আধা পাকা ধান রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চরামদ্দী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালিদাসিয়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে,গত সোমবার রাতের আঁধারে এক‌ই এলাকার মন্নাফ হাওলাদার, ফারুক মৃধা, রতন হাওলাদার বাহিনী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে প্রায় ৮ থেকে ৯ শতাংশ জমির ধান কেটে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ছোরাব হোসেন হাওলাদার বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় নামধারী ৯ জন কে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী ছোরাব হোসেন হাওলাদার উপজেলার চরামদ্দী ইউনিয়নের কালিদাসিয়া গ্রামে ও অভিযুক্তরা হলেন মন্নাফ হাওলাদার, ফারুক মৃধা, রতন হাওলাদার সপন, হাবিব, ইব্রাহিম হাওলাদার, মানিক হাওলাদার, সামিম হাওলাদার রানা তারা এক‌ই ইউনিয়নের কালিদাসিয়া ও সঠিখোলা গ্রামের বাসিন্দা।

কালিদাসিয়া গ্রামের চাষিরা জানান, ছোরাব হোসেনের জমির ধান পাকা শুরু করলে মন্নাফ হাওলাদার, ফারুক মৃধা, রতন হাওলাদার গং তার বাহিনী নিয়ে জোরপূর্বক ধান কেটে নেয় । তাঁরা আরো বলেন চাষ করার সময় কিছু বলে না ও তাদের কে দেখাও যায় না, ধান পাকা যখন শুরু হয় তখনই বাহিনী নিয়ে জমিতে গিয়ে হাজির হয়ে ধান কেটে নিয়ে যায়। চরামদ্দী ইউনিয়নের কালিদাসিয়া ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস হাওলাদার বলেন বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে দেখে আসছি।

কৃষকের চাষ করা ধানের মাথা লাল হলেই মন্নাফ হাওলাদার, ফারুক মৃধা, রতন হাওলাদার গং ওই ধান লুটপাট করতে চলে আসে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত মন্নাফ হাওলাদার, ফারুক মৃধা, রতন হাওলাদার গংদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সম্ভব হয়নি ও বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, চরামদ্দী ইউনিয়নে কালিদাসিয়া গ্রামের ছোরাব হোসেন নামে এক ব্যক্তির ধান রাতের আঁধারে কেটে নেয়ার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।