যশোর প্রতিনিধি
যশোর শহরের ব্যস্ত আরএন রোড এলাকায় আবারও পরিত্যক্ত অবস্থায় বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বিসমিল্লাহ অটোর সামনে রাস্তার পাশে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকা একটি পিকআপ (নম্বর: ঢাকা-ন-১৯-২৫৯৪) ভ্যানের ভিতর থেকে দুইটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেছেন, কে বা কারা পরিকল্পিতভাবে দোকানপাটের আশপাশে বিস্ফোরক রেখে নিরীহ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ও পরিদর্শক (অপারেশনস) মোমিনুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপ-পরিদর্শক সামছুল হককে ভ্যানটি তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিতে সামনে চালকের আসনের নিচে লুকানো দুটি বোমা উদ্ধার করা হয় এবং নিরাপত্তার স্বার্থে থানায় নেয়া হয়।
উল্লেখ্য, এর মাত্র কয়েকদিন আগে আরএন রোডের হা-মীম মোটর পার্টস নামের একটি দোকানের ভিতর থেকেও একটি বোমা উদ্ধার করা হয়েছিল। এ কারণে পুরো ব্যবসায়ী মহলে উত্তেজনা বিরাজ করছে। মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি আব্বাস আলী বলেন, “এর আগেও একটি দোকানের ভিতর বোমা রেখে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে নিরীহ ব্যবসায়ীরা কীভাবে শান্তিতে ব্যবসা করবে? আমরা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
উদ্ধার হওয়া পিকআপ ভ্যানটি তিন-চার মাস আগে জাহিদ নামের এক ব্যবসায়ী পুরনো গাড়ি হিসেবে কিনে রাস্তায় রাখেন। গাড়িটি কাটাকাটি করে যন্ত্রাংশ বিক্রি করতেন। ব্যবসায়ীরা সন্দেহ করছেন, সোমবার অথবা মঙ্গলবার রাতের অন্ধকারে কেউ সুযোগ বুঝে গাড়ির ভিতর বোমা রেখেছে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশেপাশের দোকানপাট ও সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতিকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

