Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ছাত্রদলের প্রোগ্রামে মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থী একসাথে

ঝালকাঠি প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত আলোচনা সভা ও প্রচার মিছিল করেছে সদর উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (১৮ নভেম্বর ) বিকালে ঝালকাঠি পৌর মিনি ষ্টেডিয়ামের সামনে আনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির নেতারা আবারো জানালেন সদ্য ঘোষিত প্রার্থী চুরান্ত ভাবে মনোনীত হয়নি। মনোনয়ন চুরান্ত হবে নির্বাচনের তফসিল ঘোষনার পর।

সদর উপজেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাকসুর সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী জীবা আমিনা আল গাজী, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিক, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু, সদর উপজেলা ছাত্র দলের সভাপতি তাওহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মুমিনুল ইসলাম সহ ছাত্রদলের সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন, পৌর শাখা এবং ওয়ার্ড থেকে ছাত্রদলের নেতা কর্মীরা মিছিল সহকারে সভাস্থলে এসে জমায়েত হয়।

জীবা আমিনা আল গাজী বলেন, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে আমির হোসেন আমুর পার্টনার দাবী করে ।

দলটির কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান নান্নু বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে আমরাও আন্দোলনে শরীক থেকেছি। সেই আন্দোলন এবং গত ১৭ বছর দলীয় কর্মসুচীতে আমরা অনেককেই রাজপথের আন্দোলনে পাইনি।

অথচ তারাই এখন দলে মাথাচাড়া দিচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রাথমিক সদস্য ঘোষনা হলেও এটা চূড়ান্ত মনোনয়ন নয়। তফসিল ঘোষনার পর হবে চুরান্ত মনোনয়ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।