নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ
নাজিরপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন পলাশ মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে সাকিব মিনা(২৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ১ আটক। আটককৃত সাকিব মিনা মাদারীপুর জেলার তাঁতীকান্দা গ্রামের শাহাবুদ্দিন মিনার পুত্র।
পিরোজপুর জেলার নাজিরপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম ওএস আই মিজানুর রহমানের নেতৃত্বে ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয় করার সময় হাতেনাতে সাকিবকে ৬ পিচ ইয়াবা সহ আটক করে। নাজিরপুর সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের সিদ্দিক মোল্লার পুত্র শিমুল মোল্লা পালিয়ে যায়। এ ব্যাপারে নাজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১)সারনীর ১৯(ক)/৪১ধারায় মামলা রজ্জু করে সাকিবকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআশরাফুজ্জামান নবধারা কে জানান, শিমুল মোল্লাকে গ্রেফতার করার জন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
নবধারা/এমএইচ০০৭