হুসাইন আহমদ কবির, মুকসুদপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা প্রথম স্বাধীনতার স্বপ্ন দেখি। তার নেতৃত্বেই স্বাধীনতা অর্জন করি। সেই স্বপ্ন বাস্তবায়নে এবং স্বাধীনতার লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফারুক খান বলেন, আজ বিশ্বে বাংলাদেশ সম্মানিত হয়েছে শুধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে।
পৌর মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক কানতারা খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মা. কাবির মিয়া, ইউএনও জোবায়ের রহমান রাশেদ, সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত পৌর ভবনে আধুনিক কনফারেন্স রুমসহ ৩১টি দপ্তর রয়েছে।