নবধারা ডেস্কঃ
আসন্ন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় আজ বৃহস্পতিবার ছিল প্রার্থীতা ফরম জমার দেওয়ার শেষ দিন।
আজ সারাদিনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদে প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ ফয়জুল মোল্লার হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া আর কোন প্রার্থী মেয়র পদে লড়াই করছেন না। এদিকে এ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। এর মধ্যে বর্তমান কাউন্সিলর মোঃ গাউচ শেখ পুনরায় প্রার্থীতার ফরম জমা দেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এস, এম জাকির হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর শেখ ও লুৎফর রহমান নিজ নিজ প্রার্থীতার ফরম জমা দিয়েছেন।
পাচকাহানিয়া এলাকার এ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ গাউচ শেখ ইতমধ্যে ২ মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
আসন্ন ৩০ জানুয়ারী নির্বাচনে নির্বাচিত হলে তৃতীয় মেয়াদে তিনি নির্বাচিত হবেন। এস, এম, জাকির হোসেন পাটগাতী ইউনিয়ন পরিষদের এ এলাকা হতে তথা ৯ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।