আরবিনা শিকদার ,খুলনা
বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরির উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে, বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আজ শুক্রবার ছোট বয়রায় শিশু-কিশোরদের নিয়ে বৃক্ষরোপণ আন্দোলনকে প্রতিপাদ্য “গড়ি সবুজ বিশ্ব “এই স্লোগানকে সামনে রেখে মোহাম্মদ মতিয়ার রহমান কে আহবায়ক এবং সাইফুল ইসলাম মল্লিককে সদস্য সচিব করে “আরণ্যক”শিরোনামে একটি সংগঠনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম কবিরুল ইসলাম,মনোয়ার হোসেন।বিশিস্ট শিক্ষাবিদ আতিয়ার রহমান মোল্লা, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরী খুলনার লাইব্রেরী অফিসার ত্রিদীপ অধিকারী।
আরো উপস্থিত ছিলেন পরিবেশবিদ তরুণ মজুমদার।, “বৃহত্তর আমরা খুলনাবাসী “প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ তাইম হোসেন।