গোপালগঞ্জে নব যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ দিদারুল ইমরান তার সঙ্গে উপস্থিত ছিলেন।